তুরবাতে অপহৃত দুই ব্যক্তিকে মুক্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
পাকিস্তানের তুরবাতে অপহরণের শিকার দুই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। এই দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানের গণমাধ্যমের খবর, বেলুচিস্তানের পাঞ্জগুর জেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে সম্প্রতি আজিম নামের এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে যায় সরকার-সমর্থিত একটি দল, যা স্থানীয়ভাবে ‘ডেথ স্কোয়াড’ নামে পরিচিত। পরে মুক্তি দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক। বন্দীদশা চলাকালীন প্রচণ্ড নির্যাতন করা হয় তাকে।
পৃথক ঘটনায়, জমির সারওয়ার নামে একজনকে গত সপ্তাহে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এরপর থেকে তার খোজ মিলছিল না কোথাও। শারীরিক-মানসিক নির্যাতনের পর অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বেলুচিস্তানে প্রায় প্রতিদিনই পাকিস্তানি আইন প্রয়োগকারী এবং সামরিক বাহিনী দ্বারা অপহরণের ঘটনা ঘটে। জোরপূর্বক নিখোঁজের ঘটনা দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে জর্জরিত করেছে। অনিশ্চয়তার মধ্যে পড়ছে অসহায় পরিবার।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামো লক্ষ্য করে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর তীব্র আক্রমণের সাথে সাথে অপহরণের ঘটনার সংখ্যাও লক্ষণীয়ভাবে বেড়েছে। ফলে শুরু হয়েছে দমন-পীড়ন। বিশেষ করে পাঞ্জগুর, তুরবাত এবং বেলুচিস্তানের অন্যান্য অংশের মতো সংঘাতপ্রবণ এলাকায় অভিযান, আটক এবং নিখোঁজের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় মানবাধিকার সংস্থাই বারবার জোরপূর্বক নিখোঁজের সংখ্যা বৃদ্ধি এবং দায়ীদের জবাবদিহিতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।