পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৪৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
![](https://www.dhakaage.com/media/imgAll/2025February/Untitled-1-Recovered-01-2502051745.jpg)
সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের (সওজ) ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের আশ্বাসে বুধবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
উত্তরবঙ্গ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পেট্রোল পাম্প রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের বৃহত্তম প্রাপ্তিস্থান বিপিসি নিয়ন্ত্রিত বাঘাবাড়ির পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকেও জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হয়।
প্রসঙ্গত মহাসড়ক-আঞ্চলিক সড়কের পাশে সওজের সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পেট্রোলপাম্প উচ্ছেদ সওজের অভিযান চলছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীসহ উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় সওজের অভিযান বন্ধে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকরা। বাঘাবাড়ির পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোগুলো থেকেও জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন দিনভর বন্ধ থাকে।