খতনার অনুষ্ঠানে মাংসের বদলে ঝোল দেওয়ায় মারামারি!
ঢাকা এজ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে মাহফুজুর রহমান (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। মাহফুজুর মনোহরপুর গ্রামের আকবরের ছেলে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও চান্নু হোসেন (৩৫), শহিদুল ইসলাম (৪৫) ও জামিরুল (১৯) নামে কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর গ্রামের রাশিদুলের ছেলে রাফির খতনা উপলক্ষ্যে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন স্বজন, প্রতিবেশী স্থানীয়দেরকে দাওয়াত দেওয়া হয়। দুপুর থেকে সাজানো প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছিল। বেলা তিনটার দিকে সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান মাহফুজুর, চান্নুসহ তার পরিবারের অন্তত আটজন এক টেবিলে বসে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশন করছিলেন রাফির মামা শহিদুল ইসলাম। সে সময় চান্নু মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন।
শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রতিবারই গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মাহফুজুর জানান, বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দেওয়া হয়। এ নিয়ে তিনি থানায় মামলা করবেন।