Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
সোমবার ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

সোমবার ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রোববার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) বৈঠকে বসবে বিএনপি। তবে বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা অংশ নেবেন তা এখন চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

জানা গেছে, আজ বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। এ দুই নেতার উপদেষ্টার সঙ্গে থাকার কথা রয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে।