Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
২০২৪ সালে সাংবাদিক হত্যায় রেকর্ড

২০২৪ সালে সাংবাদিক হত্যায় রেকর্ড

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:১১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বিশ্বব্যাপী সংঘাত এবং রাজনৈতিক দমন-পীড়নের ঊর্ধ্বগতি ২০২৪ সালকে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক বছর করে তুলেছে। গত বছর ১৮টি দেশে কমপক্ষে ১২৪ জন গণমাধ্যম কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। 

এই মৃত্যুর প্রায় ৭০ শতাংশই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সাথে সম্পর্কিত। গাজার সংঘাতে ৮৫ জন সাংবাদিক নিহত হন, যার মধ্যে ৮২ জনই ফিলিস্তিনি

২০২৪ সালে সাংবাদিক হত্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে সুদান ও পাকিস্তান। এই দুই দেশে ছয়জন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সুদানের মৃত্যু দেশটির ধ্বংসাত্মক গৃহযুদ্ধের ফলে ঘটেছে। দেশটিতে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২১ সাল থেকে পাকিস্তানে কোনও সাংবাদিকের মৃত্যু হয়নি। তবে রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান মিডিয়া সেন্সরশিপের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।

সিপিজের এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর বেহ লিহ ইয়ি দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সর্বশেষ প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে সাংবাদিক হওয়ার জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়। সিপিজে ১৯৯২ সালে মৃত্যুর ঘটনা ট্র্যাক করা শুরু করার পর থেকে ২০২৪ সালে সর্বাধিক সংখ্যক সাংবাদিককে হত্যার প্রমাণ পেয়েছে।’