Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ে অটল ভারত-যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ে অটল ভারত-যুক্তরাষ্ট্র

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:২৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ে অটল থাকবে এবং সীমান্ত-পার সন্ত্রাসবাদ মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মোদি ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার আসামি তাহাওয়ার রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার মার্কিন সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, ভারতীয় আদালত এখন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

দ্বিপাক্ষিক আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মোদি ও ট্রাম্প পাকিস্তানকে ২৬/১১ মুম্বাই ও পাঠানকোট হামলার দোষীদের বিচারের আওতায় আনার এবং পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্ত-পার সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য ব্যবহার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী - জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

নেতারা পুনর্ব্যক্ত করেছেন যে সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী হুমকির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং বিশ্বের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূল করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের নাগরিকদের ক্ষতি করতে চায় এমনদের বিচারের আওতায় আনার পারস্পরিক আকাঙ্ক্ষা স্বীকার করে, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তাহাওয়ার রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দেওয়া হয়েছে।’

মোদি ও ট্রাম্প ব্যাপক ধ্বংসযস্ত্র ও সেগুলোর ব্যবহার প্রতিরোধ এবং সন্ত্রাসী ও রাষ্ট্র-বহির্ভূত কর্তৃপক্ষের এই ধরনের অস্ত্রের প্রবেশাধিকার অস্বীকার করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শক্তি নিরাপত্তার অঙ্গীকারের অংশ হিসেবে, দুই নেতা ভারতে বৃহৎ স্থানীয়করণ এবং সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মার্কিন-নকশা করা পারমাণবিক চুক্তি বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার পরিকল্পনার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

রাষ্ট্রপতি ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদি দুই দেশের মধ্যে জন-থেকে-জন সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেছেন।