Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি

এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০১:২৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রশিবির নেতা ফজলে রাব্বীকে ডেকে নিয়ে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুপক্ষই পালটাপালটি কর্মসূচি পালন করেছে। ছাত্রদলকে দায়ী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাদীর নিরাপত্তা চেয়েছে শিবির। অভিযোগ অস্বীকার করে মিছিল সমাবেশে শিবিরকে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্রদল। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টঙ্গী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেন আহত শিবির নেতা ফজলে রাব্বী সিফাত। একই দাবিতে বিবৃতি দিয়েছে গাজীপুর মহানগর ছাত্রশিবির। অন্যদিকে বিকালে মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলে রাব্বি সিফাত বলেন, ‘আমি তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসা সংলগ্ন বাঁশপট্টিতে আমাকে ছাত্রদল কর্মী মামুন ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মাহফুজ, নাহিয়ান, নাবিউল, সামি শিকদারসহ ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী উপস্থিত ছিল।এরপর কুয়েটে ছাত্রদলের হামলার বিপক্ষে ফেসবুকে পোস্ট ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা বলে আমাকে বাঁশ দিয়ে পিঠিয়ে আমার থেকে শিবির করি মর্মে জোরপূর্বক ভিডিও বিবৃতি নেয়। এ সময় অপবাদ চালানোর জন্য সিগারেট হাতে ধরিয়ে দিয়ে মুক্তিপণ দাবি করে। আমি মুক্তিপণ দিতে অপারগতা প্রকাশ করায় তারা আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।’