Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ২ থানার ঠেলাঠেলিতে ৩ দিন পর মামলা

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ২ থানার ঠেলাঠেলিতে ৩ দিন পর মামলা

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০১:৩২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের জিম্মি করে শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার ভোরে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার চশবড়াইগ্রামের ওমর আলী বাদী হয়ে ডাকাতদলের অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন সদস্যের বিরুদ্ধে মামলাটি করেন।

তবে মামলায় বাসের চালক ও সুপারভাইজারকে আসামি করা হয়নি। মামলার এজাহারে বাসটিতে দুজন নারী যাত্রীকে শ্লীলতাহানি এবং সব যাত্রীর কাছ থেকে টাকা ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনার মামলা কোথায় হবে-তা নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ও নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের মধ্যে ঠেলাঠেলি চলছিল ঘটনার পর থেকে। অবশেষে তিন দিন পর ডাকাতির উৎসস্থল মির্জাপুর থানায় মামলাটি রুজু হলো।

তবে ভয়াবহ এই ঘটনা মহাসড়কে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। মামলা হলেও শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

মামলার এজাহারে যা আছে : এজাহারে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ইউনিক রোড রয়েলস্ পরিবহণের বাসটি (ময়মনসিংহ-ব-১১-০০৬১) ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর নাটোর জেলার বড়াইগ্রাম যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। এ সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। রাত ১২টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সেখান থেকে আরও ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে বাসটি পুনরায় রাজশাহীর উদ্দেশে রওয়ানা দেয়।