পুতুলের ব্যাংক হিসাব অবরুদ্ধের তথ্য লুকালেন দুদক কর্মকর্তা!
ঢাকা এজ প্রতিবেদক
প্রকাশিত : ১২:৫৬ এএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) পতিত সরকারের বিভিন্ন দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। তার অংশ হিসেবে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিচ্ছেন আদালত। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদেশের পর সংবাদ প্রকাশের জন্য বিস্তারিত তথ্য চাইতে কয়েকজন সাংবাদিক ঢাকার আদালতে অবস্থিত দুদকের সাধারণ নিবন্ধন (জি.আর) শাখায় যান। তারা সংস্থাটির আদালত পরিদর্শক আমির হোসেনের কাছে তথ্য চাইলে তিনি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার বিষয়টি লুকান।
আমির হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য থাকলেও দিতে পারব না। কিছুদিন আগে ট্রেনিং থেকে এসেছি। সেখানে সাংবাদিকদের তথ্য না দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’ যদিও পরে পুতুলের ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়টি ফাঁস হয়ে যায়।
এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, দুদকের জিআর শাখার উচিত সাংবাদিকদের তথ্য দেওয়া, যাতে দেশবাসী দুর্নীতিবাজদের সম্পত্তির বিষয়ে নেওয়া পদক্ষেপের তথ্য জানতে পারেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেনের তথ্য না দেওয়ার বিষয়ে জানতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম ও কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কল রিসিভ করেননি।