Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ হয়ে গেল বিজয়-তামান্নার

বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ হয়ে গেল বিজয়-তামান্নার

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:০১ এএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

বিয়ের পরিকল্পনা করছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তার মাঝেই নতুন খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। বিচ্ছেদের পথে হেঁটেছেন এই তারকা জুটি।  

এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের। 

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। 
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়য়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন। 

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।