৮ লাখ আফগান নাগরিককে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ০১:১৩ এএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

পাকিস্তানে বসবাসরত আইনসম্মত আফগান শরণার্থীদের, বিশেষ করে আফগান নাগরিক কার্ডধারীদের ফেরত পাঠানোর প্রচেষ্টা জোরদার করেছে পাকিস্তান সরকার। এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় ৮ লাখ কার্ডধারীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসলামাবাদ। ইতোমধ্যেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে আফগান নাগরিকদের অপসারণের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পাকিস্তান ৮ লাখ ২৫ হাজারেরও বেশি অবৈধ আফগান শরণার্থীকে জোরপূর্বক তাদের দেশে ফেরত পাঠিয়েছে। সম্প্রতি সরকার বৈধ ও অবৈধ উভয় ধরনের আফগান শরণার্থীর বিরুদ্ধে এই অভিযান জোরদার করেছে।
এআরওয়াই নিউজের সূত্র মতে, ফেডারেল রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে আফগান নাগরিকদের অপসারণের জন্য ৩১ মার্চের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আফগান নাগরিক কার্ডধারীদের ৩১ মার্চের মধ্যে অন্যান্য শহরে এবং পরে আফগানিস্তানে স্থানান্তর করা হবে। তবে, তৃতীয় কোনো দেশে যাওয়ার ইচ্ছুক আফগান নাগরিকদের থাকার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্য কোনো দেশ থেকে ভিসার জন্য অপেক্ষমাণ আফগান নাগরিকরাও ইসলামাবাদে থাকতে পারবেন না।
প্রতি ১৫ দিন অন্তর আফগান নাগরিক অপসারনের বাস্তবায়ন প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি অন্য কোনো দেশ ভিসা না দেয়, তাহলে আফগান নাগরিকদের দেশে অবৈধভাবে অবস্থানকারী হিসেবে বিবেচনা করা হবে, এআরওয়াই নিউজ জানিয়েছে।