Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ন্যায়বিচারে দীর্ঘসূত্রিতায় হতাশ, আদালতে আত্মহুতির চেষ্টা

ন্যায়বিচারে দীর্ঘসূত্রিতায় হতাশ, আদালতে আত্মহুতির চেষ্টা

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:২৪ এএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

পাকিস্তানে লাহোর হাইকোর্টের ভেতরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহুতির চেষ্টা করেছেন। ন্যায়বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনা আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। কীভাবে ওই ব্যক্তি আদালতের ভেতরে পেট্রোল নিয়ে যেতে পারলেন, তা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশ ও উপস্থিত লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আসিফ জাভেদ নামের ওই ব্যক্তি ২০১৬ সালে একটি স্থানীয় কোম্পানি থেকে চাকরিচ্যুত হন। ২০১৯ সালে একটি শ্রম আদালত তার পক্ষে রায় দিয়ে চাকরিচ্যুতি বাতিল করে। কিন্তু কোম্পানিটি জাতীয় শিল্প সম্পর্ক কমিশনে (এনআইআরসি) আপিল করে। ২০২০ সালের ২৩ নভেম্বর এনআইআরসি কোম্পানির আবেদন খারিজ করে দেয়। এরপর কোম্পানিটি লাহোর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আবেদন করে।

মঙ্গলবার বিচারপতি শুজাত আলী খানের এজলাসে মামলাটির শুনানির সময় জাভেদের নব-নিযুক্ত আইনজীবী আতহার আজিজ চৌধুরী মোক্তারনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। আইনজীবী আদালতকে জানান যে, সম্প্রতি তিনি জাভেদের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন।