Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
উত্তর ওয়াজিরিস্তানের হামলায় চার নিরাপত্তা কর্মী নিহত

উত্তর ওয়াজিরিস্তানের হামলায় চার নিরাপত্তা কর্মী নিহত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:৩৪ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পাকিস্তানি দৈনিক ডন এ খবর জানিয়েছে।

সূত্র অনুসারে, মধ্যরাতের সংঘর্ষে একাধিক নিরাপত্তা চৌকিতে আক্রমণকারী কমপক্ষে ১৩ সন্ত্রাসীও নিহত হয়েছে। রবিবার রাতে হালকা ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা স্পালগা, গোশ, টাপি, বারওয়ানা, পিপানা লোয়ার এবং পিপানা টপের ছয়টি নিরাপত্তা চৌকিতে একযোগে আক্রমণ করেছিল। চৌকিতে মোতায়েন সৈন্যরা আক্রমণটির কার্যকরভাবে প্রতিহত করে।

সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ১৩ জন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বাকি সন্ত্রাসীরা তাদের সহযোগীদের মৃতদেহ নিয়ে অন্ধকারের আড়ালে পালিয়ে যায়।

নিহত ও আহত নিরাপত্তা কর্মীদের মিরামশাহ সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আহতদের বান্নুর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

গত কয়েক মাস ধরে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা কর্মীদের উপর সন্ত্রাসীরা বারবার আক্রমণ চালিয়েছে। গত সপ্তাহেই ইদাক এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি তাদের কনভয়ে ধাক্কা দিলে দুই সেনা নিহত হন। এই হামলায় দুই বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১০ জন আহত হন। গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

গত মাসে, আইএসপিআর বলেছিল, উত্তর ওয়াজিরিস্তানে একটি অভিযানের সময় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে জড়িত একজন আফগান নাগরিক নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।