Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ভাঙা চালের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

ভাঙা চালের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার

সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে মজুদ ৯ গুণ বেশি ভাঙা চালের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত। গত ফেব্রুয়ারির শুরুর দিকে রেকর্ড মজুদের ফলে ভাঙা চালের রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির সরকারি এক বিজ্ঞপ্তিতে চাল রপ্তানির অনুমতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

বিশ্বে শতভাগ ভাঙা চালের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক ভারত। মজুদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দেশটির সরকার এই চালের ওপর দীর্ঘদিনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের সিদ্ধান্তের ফলে এশিয়া ও আফ্রিকার কিছু দরিদ্র দেশ কম দামে এই চাল কিনতে পারবে। ভারতের ভাঙা চালের ওপর এশিয়ার প্রাণী খাবার ও ইথানল উৎপাদনকারীরা ব্যাপকভাবে নির্ভরশীল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে শতভাগ ভাঙা চালের রপ্তানি নিষিদ্ধ করে ভারত। বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশটিতে ধানের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় দেশটির সরকার ওই সময় ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। খরার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় পরের বছর অন্যান্য গ্রেডের চালের রপ্তানিও নিষিদ্ধ করে নয়াদিল্লি।

চালের সংকট কাটাতে দেশটির সরকার কৃষকদের ধানচাষে ব্যাপক উৎসাহ দেয়। এর ফলে ধানের চাষাবাদ রেকর্ড বৃদ্ধি পায়। মজুদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে সরবরাহও বেড়ে যায়। পরিস্থিতির উন্নতি ঘটায় নয়াদিল্লি শতভাগ ভাঙা চালের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।