Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
কুররামে হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত

কুররামে হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ১২:৫৯ এএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুররাম জেলায় সন্ত্রাসীদের হামলায়  তিন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। হামলায় আরও চারজন গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্রোহীরা ভারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে নিরাপত্তা কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। তিনজনের মৃতদেহ এবং আহত ব্যক্তিদের স্থানীয় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মধ্য কুররামে জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চলছে। খাইবার-ওরাকজাই সীমান্তের পাহাড়ি অঞ্চলে বিদ্রোহীদের উপস্থিতির কারণে সড়কসহ পরিবহন পথ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। ফলে স্থানীয় জনগণ তাদের বাড়িতে আটকা পড়ে আছে। এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।