Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:০০ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১ টায় জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগদান করেছেন। টিম হোটেলে তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই সময় জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সহ ফেডারেশনের আরো অনেক কর্মকর্তা ছিলেন।

আজ রাত পৌনে নয়টায় সিলেট থেকে ফ্লাইটে রাত সাড়ে নয়টায় ঢাকা বিমানবন্দরে পৌছান। সিলেটের মতো ঢাকা বিমানবন্দরেও হামজাকে পেয়ে অনেকে ঘিরে ধরে। হামজা অনেকের সঙ্গেই ছবি তুলেছেন। বিমানবন্দরে একটু বিলম্ব হওয়ায় টিম হোটেলে আসতে খানিকটা দেরি হয়।

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর জন্য অপেক্ষা ছিল সবার। প্রথমবার তিনি নিজের শিকড়ে ফিরেছেন বাংলাদেশের ফুটবলার পরিচয়ে। সাধারণ মানুষ থেকে গণমাধ্যমকর্মী, প্রত্যেকের আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশের এই তারকা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ ফুটবল লিগে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছেন। তাই সিলেট ও হবিগঞ্জ দুই জায়গায় হামজাকে দেখতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল। এত মানুষের জমায়েত বেশ উপভোগ করেছেন হামজা,‌ 'আমি বাবার সঙ্গে মাতছি (আলোচনা করেছি)। খুব ভালো লাগছে।'