Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
সরি আর চুপ থাকতে পারলাম না , সারজিসের পোস্টে হান্নান

‘সরি আর চুপ থাকতে পারলাম না’, সারজিসের পোস্টে হান্নান

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৩ মার্চ ২০২৫ রোববার

‘সরি আর চুপ থাকতে পারলাম না’- আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের দুই রকম কথার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন দলটির আরেক শীর্ষ নেতা আবদুল হান্নান মাসুদ।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগ এনে গত ২১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

অপরদিকে, আজ রোববার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি কিছুটা ভুলভাবে এসেছে বলে জানান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

এনসিপির এই দুই শীর্ষ নেতার দুই রকম কথায় বিভক্ত এখন নেটিজেনরা। এনসিপিতে শীর্ষ নেতার সম্পর্কে ফাটল ধরেছে বলেও মনে করছেন অনেকে। আর এসব কাদা ছোড়াছুড়িতে যে দিনশেষে দলটিই বিতর্কিত হচ্ছে তা এবার জানিয়েছেন দলটির আরেক নেতা আবদুল হান্নান মাসুদ।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া সারজিসের পোস্টে কমেন্ট করে সেটাই জানিয়েছেন হান্নান মাসুদ। সারজিসের সেই পোস্টে মন্তব্যের ঘরে হান্নান লিখেছেন, ‘এসব কি ভাই! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা! সরি, আর চুপ থাকতে পারলাম না।’