Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

বগুড়ার বুজরুগ বাড়ীয়া গ্রামে মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ের সংলগ্ন মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুহাম্মাদ মাছুদুর রহমান। সঞ্চালনায় ছিলেন ফিরোজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সহিদ উন নবী সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, বগুড়া নেকটারের সাবেক পরিচালক মো. মাহমুদুর রহমান, বগুড়া শহর সমাজসেবা অফিসের সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম, বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রুস্তম আলী, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছা. মালেকা বেগম এবং ভাইস চেয়ারম্যান মো. আব্দুস ছামাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

প্রধান অতিথির বক্তব্যে সহিদ উন নবী সালাম বলেন, "সামর্থ্যবান সকল মানুষের উচিত অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো। ঈদ সবার জন্য আনন্দের উৎসব, তাই সকলের উচিত একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা।"  

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।