ভারতের সহায়তা ছাড়া উন্নতি অসম্ভব : রনিল বিক্রমাসিংহে

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:২৮ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০১:৩০ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ভারতের সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেছেন, ভারতের সহায়তা প্রত্যাখ্যান করলে শ্রীলঙ্কার উন্নতি সম্ভব নয়। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রনিল বিক্রমাসিংহে বলেন, ভারতের সহায়তা প্রত্যাখ্যান করলে শ্রীলঙ্কা উন্নতি করতে পারবে না, বরং ২০৫০ সালে আরও দরিদ্র হয়ে পড়বে।

তিনি বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। এটা আমেরিকা, রাশিয়া বা চীন নয়। তাই শ্রীলঙ্কার উচিত এই সম্পর্কের সর্বোত্তম ব্যবহার করা। শ্রীলঙ্কাকে ভারতের মাধ্যমেই তার কাজ সম্পন্ন করতে হবে। যদি শ্রীলঙ্কা সেই সময় ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার না পেত, তাহলে আমাদের অবস্থা কী হতো?’ তিনি অর্থনৈতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে এ প্রশ্ন রাখেন।

রনিল বিক্রমাসিংহে উল্লেখ করেন, ভারতের আদানি গ্রুপের বিনিয়োগের উদ্যোগ শ্রীলঙ্কায় আরও বেশ কিছু বিনিয়োগ আকর্ষণ করেছে।

তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধু। তারা আমাদের যেকোনো বিষয়ে সাহায্য করতে ইচ্ছুক। তাই আমাদের একমাত্র সমাধান হলো এই সমর্থনে আঁকড়ে থাকা। বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে এটাই শ্রীলঙ্কার একমাত্র পথ। আমরা যদি ভারতকে প্রত্যাখ্যান করি, তাহলে আমরা কখনই উন্নতি করতে পারব না।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের এই পথ ব্যবহার করে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।