Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
এবার পুরো বিশ্বের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

এবার পুরো বিশ্বের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:৩৯ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, তিনি পুরো বিশ্বের ওপর শুল্ক আরোপ করবেন। যাকে তিনি যুক্তরাষ্ট্রের ‘মুক্তি দিবস’ বলে উল্লেখ করেছেন। 

এই ঘোষণা তিনি সোমবার এয়ার ফোর্স ওয়ান থেকে দিয়েছেন এবং জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। খবর রয়টার্সের।

এর আগ পর্যন্ত আলোচনায় ছিল, যুক্তরাষ্ট্র কেবল সেই দেশগুলোর ওপর পাল্টা শুল্ক বসাবে, যারা মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করে বা যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। কিন্তু ট্রাম্প এবার স্পষ্ট করে বলেছেন, এটি শুধু নির্দিষ্ট কিছু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়।

ট্রাম্পের ভাষায়, ‘আমরা সব দেশের ওপরেই শুল্ক আরোপ করা শুরু করবো, দেখা যাক কী হয়।
যুক্তরাষ্ট্রের ‘মুক্তি দিবস’ উদযাপনের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। তাই অনেকে আশা করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো কিছু শুল্ক হ্রাস করবেন। কিন্তু ট্রাম্প এই গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি ১০-১৫টি দেশের ব্যাপারে কোনো গুজব শুনিনি। আমরা সব দেশকে অন্তর্ভুক্ত করেছি— কোনো ছাড় নেই।’

ট্রাম্প এদিন আরও বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক বসিয়েছে, তাদের জন্য তিনি তুলনামূলকভাবে ‘ভদ্র’,‘উদার’ এবং‘দয়ালু’ থাকবেন।

তার ভাষায়,‘এই দেশগুলো ইতিহাসের যেকোনো দেশের চেয়ে আমাদের বেশি ঠকিয়েছে, আর আমরা তাদের তুলনায় অনেক বেশি ভালো ব্যবহার করবো। তবে যুক্তরাষ্ট্রের জন্য এটা বিশাল অঙ্কের রাজস্ব এনে দেবে’।

চীন ইতোমধ্যেই মার্কিন শুল্কের প্রভাব অনুভব করেছে। কারণ ট্রাম্প প্রশাসন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অন্যান্য চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। আগামী ৩ এপ্রিল থেকে গাড়ি আমদানির ওপরেও নতুন শুল্ক কার্যকর হবে।