Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে গেলাম , লিখে আত্মহত্যা

‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে গেলাম’, লিখে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে আশরাফুল ইসলাম (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার (ওসি) মো. সোহেল রানা। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আজ দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম। পোস্টে তিনি লেখেন ‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য।’ 

বিষপানের বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে আশরাফুলকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টার দিকে মারা যান। তাঁর লাশ জামালপুর জেনারেল হাসপাতালে আছে বলে জানায় পুলিশ।