Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার

নাটোরের নলডাঙ্গায় এবার সজীব হোসেন (৩২) নামে এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রোববার রাতে উপজেলার রামশাকাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সজীব হোসেন নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি রামশাকাজিপুর হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও পেশায় একজন পল্লী চিকিৎসক।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ৯টার দিকে সজীব হোসেন রামশাকাজিপুর নাছির উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের সামনের চায়ের স্টলে ক্যারাম খেলছিলেন। এ সময় সাদা মাইক্রোবাসে হেলমেট পরা ছয় থেকে সাতজন লোক সজীবের সঙ্গে কথা বলার জন্য ডেকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। অচেতন অবস্থায় আধা কিলোমিটার দূরে শাঁখারীপাড়া-নীলডাঙ্গা গ্রামের মাঝামাঝি জাহাঙ্গীরের মোড়ের পশ্চিমে সড়কের পাশে তাকে ফেলে দুর্বৃত্তরা চলে যায়।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাটি জানা মাত্র রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ না পেলেও অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।