ব্যাটিংয়ে উড়ন্ত শুরু ভারতের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার

অপরাজিত থেকে রাউন্ড রবিন লিগে শেষ করেছিল ভারত। উড়তে থাকা স্বাগতিকদের সামনে এবার সেমির বাধা। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে কিউইদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করছে রোহিত শর্মার দল। এখনও পর্যন্ত ১৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে ভারত। ৬৭ রান নিয়ে উইকেটে আছেন গিল। অপর অপরাজিত ব্যাটার কোহলির সংগ্রহ ২৫ রান

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা-শুবমান গিল নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন। ট্রেন্ট বোল্টের মতো বিশেষজ্ঞ সুইং বোলারও সুবিধা করতে পারেননি।

শুরুর ৫০ রান তুলতে মাত্র ৩২ বল খরচ করেছেন ভারতীয় ওপেনাররা। যেখানে সিংহভাগ রানই আসে রোহিতের ব্যাট থেকে। উড়ন্ত শুরু করলেও রোহিত সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। নবম ওভারে টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন ভারত অধীনায়ক। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪৭ রান।

রোহিত ফেরার পর রানের গতি কিছুটা কমেছে। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন গিল। তাতে ১৩তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে স্বাগতিকরা। ইতোমধ্যেই ফিফটি তুলে নিয়েছেন গিল।

তিনে নেমে কোহলি ধীর গতির শুরু করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার। ফলে বড় জুটির দিকে এগোচ্ছেন গিল-কোহলি।