Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
এমপির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর মরদেহ উদ্ধার

এমপির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলাকারী কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে তার মৃত্যুর খবর জানার পর পুলিশ টাঙ্গাইল পৌরসভার বোয়ালী এলাকার বাসায় গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে।  

এর আগে গত চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা অবস্থায় ওই কলেজছাত্রী টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন বলেন, ঘটনা জানার পর পুলিশ তার বাসায় গেছে। ক্রাইম সিন ইউনিট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।