Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ছাত্রলীগ সভাপতিকে বৈঠা দিয়ে পেটালেন নৌকার সমর্থকরা

ছাত্রলীগ সভাপতিকে বৈঠা দিয়ে পেটালেন নৌকার সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাদেক হোসেন ভূঁইয়া নামে এক ছাত্রলীগ নেতাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তিনি উপজেলার গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নৌকার প্রার্থীর সমর্থকরা বৈঠা দিয়ে পিটিয়ে তাকে আহত করেছে বলে অভিযোগ করেছেন সাদেক। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সাদেক বলেন, বুধবার (২০ ডিসেম্বর) রাতে তিনি সুন্দাইল গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খানের পক্ষে পোস্টার-ব্যানার বিতরণ করছিলেন। এ সময় নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুস সালামের সমর্থকেরা তার ওপর হামলা করেন।

এ ঘটনায় সাদেক বৃস্পতিবার সকালে ১৫ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। মারধরের ঘটনায় জড়িত অভিযোগে মোবারক হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। থানায় দেওয়া অভিযোগের বিবরণে তিনি উল্লেখ করেছেন, প্রতিপক্ষের সমর্থকরা তাকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে নিষেধ করার পাশাপাশি হুমকি দিয়ে আসছিলেন। তিনি হুমকি উপেক্ষা করে প্রচারণা চালাতে গেলে তাকে বৈঠা দিয়ে মারধর করা হয়।

নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।