সিলেট বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:১০ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রোববার | আপডেট: ০১:১১ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রোববার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণের সময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন। তিনি বলেন, বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও যুবদলের সভাপতি মুমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এজাহার নামীয় আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গ্রেপ্তার ও মামলা দিয়ে কোনোদিনই যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যায় না। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বদ্ধপরিকর। যারা জনগণের অধিকার হরণ করেছে তাদের কূটকৌশল কোনোদিনই জয়ী হবে না।

তিনি আরও বলেন, ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরের বন্দরবাজারে লিফলেট বিতরণকালে আমাদের দলের দুইজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে আমাদের সব রাজবন্দিদের মুক্তি চাই।