Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ফরিদপুরে পৌঁছেছেন শেখ হাসিনা

ফরিদপুরে পৌঁছেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৪০ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছেছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সার্কিট হাউসে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে জনসভায় যোগ দেবেন। মঙ্গলবার দুপুর ১টা ৮ মিনিট থেকে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে এ জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক। এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে ফরিদপুরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

শেখ হাসিনার নির্বাচনী সমাবেশস্থল সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্তে শেখ কামাল মুক্তমঞ্চ সাজিয়ে জনসভার মঞ্চ নির্মাণ করা হয়েছে। আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফরিদপুর জনসভা শেষে বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকায় চলে যাবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ফরিদপুর শহরে এসেছিলেন গত ২০১৭ সালের ২৯ মার্চ। ওই দিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।