Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রোববার

শতাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মনজুর আলম সিকদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা আছে। মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ডিসি বলেন, তার (মনজুর আলম) বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সিআইডির তথ্য বলছে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২১ সালের ৭ জানুয়ারি।