প্যান্ডেল প্রস্তুত, বিয়ের পিঁড়িতে বসা হলো না দুই ভায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

দুই ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে বিয়ের গেট, প্যান্ডেল ও আলোকসজ্জাও করা হয়েছে। বৃহস্পতিবার মেজভাই শামীম আর শুক্রবার ছোটভাই সুমনের বিয়ে। পরে দুজনের বৌভাত শনিবার একসঙ্গে হওয়ার কথা ছিল। দুই ভায়ের বিয়ে উপলক্ষ্যে ময়মনসিংহ থেকে ফিরছিলেন বড়ভাই মমিন।

মধ্যরাতে ছোটভাই সুমন তাকে দৌলতদিয়াঘাট থেকে আনতে যায় মোটরসাইকেলে। কিন্তু ফেরার পথে বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ইটভাটার মাটি টানা ট্রাকের চাপায় বড়ভাই মনিরুল ইসলাম মমিন আর ছোটভাই সাইফুল ইসলাম সুমন নিহত হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামে।

নিহতের ফুফাতো ভাই বিল্লাল শেখ বলেন, দুই ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়স্বজনের ভিড় রয়েছে। বিয়ের সব আয়োজন শেষ হয়েছে। বৃহস্পতিবার মমিনের বিয়ে আর শুক্রবার সুমনের। শনিবার বৌভাত হবে। কিন্তু ঘাতক ট্রাক সব শেষ করে দিয়েছে। বিয়েবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছে।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।