Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
বই জমা দেওয়ার আহ্বান বাংলা একাডেমির

বই জমা দেওয়ার আহ্বান বাংলা একাডেমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের অর্থায়নে ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০২৩’ দেবে বাংলা একাডেমি।

বুধবার এক বিবৃতিতে একাডেমির উপপরিচালক মোহাম্মদ আকবর হোসেন এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ২০২২ এবং ২০২৩ সালে প্রকাশিত বাংলা ভাষায় লিখিত বাংলাদেশি লেখকদের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গ্রন্থ (শিক্ষা, গবেষণা, সংগঠন ও সেবা এবং বিজ্ঞান-সাংবাদিকতা সম্পর্কিত) এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচ্য হবে। লেখকের জাতীয়  পরিচয়পত্রের ফটোকপিসহ একটি গ্রন্থের এক কপি আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে বাংলা একাডেমির সংস্কৃতি উপবিভাগে জমা দেওয়ার আহ্বান করা হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। প্রয়াত ব্যক্তির গ্রন্থ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।