Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
মুন্সিগঞ্জে ঝাড়ু মিছিল

মুন্সিগঞ্জে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

মুন্সিগঞ্জে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগী ও এলাকাবাসীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আধিপত্য বিস্তারের লক্ষে সাবেক বিএনপি নেতা শাহ আলম ও তার ছোট ভাই তারমিনগংরা এলাকার সাধারণ মানুষদের মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাদেরকে মামলা হামলার শিকার হতে হয়।

তারা আরও বলেন, সদর উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে তারা মারধর করে একাধিক মামলা দায়ের করেছে। এছাড়াও এলাকার বিভিন্ন যুবকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শাহআলম ও তারমিনগংরা।

এসময় তারা এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে মামলাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।