Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো দারাজ

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো দারাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দারাজের ওয়েবসাইটে দারাজ লিডারশিপ টিমের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করতে অনিচ্ছা সত্ত্বেও অনেককে 'বিদায়' দিতে হচ্ছে।

তবে ঠিক কতজনকে চাকরি হারাতে হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান চীনের আলিবাবার মালিকানাধীন দারাজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জেমস দং ছাঁটাইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কর্মীদের জানিয়েছেন।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়—বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারে দারাজের কত সংখ্যক বা কত শতাংশ কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে যে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানাতে অস্বীকার করা হয়েছে।

গত বছর দারাজ বার্তা সংস্থাটিকে বলেছিল এই পাঁচ দেশে তাদের তিন হাজার কর্মী আছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বেশি কর ও কম সরকারি ভর্তুকিসহ অন্যান্য কারণে দারাজ কঠিন সময় পার করছে।