কুরিয়ার সার্ভিসের অফিসে মিলল ৩৫২ বোতল ফেনসিডিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৪৬ এএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

নীলফামারীর সৈয়দপুরে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর পৌরসভার শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
রোববার (৩ মার্চ) বিকেলে বিষয়টি ঢাকা এজকে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কল্লোল কুমার দত্ত।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে ৪টি লোহার তৈরি রোলারের ভিতরে থেকে ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ ৩৫২ বোতল ফেনসিডিলের ওজন আনুমানিক ৩৫ লিটার। যার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।
ওসি আরও বলেন, এঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।