Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
সড়ক ছেড়ে ডিভাইডারে উঠে গেল যাত্রীবাহী বাস

সড়ক ছেড়ে ডিভাইডারে উঠে গেল যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৪৩ এএম, ৬ মার্চ ২০২৪ বুধবার

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায় বেপরোয়া গতির একটি বাস। এতে বাসের কমপক্ষে ত্রিশজন যাত্রী আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান তারা। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নোবেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়ক ছেড়ে দুই লেনের মাঝে ডিভাইডারে উঠে যায়। তীব্র ঝাঁকুনির ফলে বাসের যাত্রীরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আহত কিছু যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য গাড়িতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। 

এদিকে স্থানীয়রা বলেন, দুটি বাস পাল্লা দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে চলছিল বাসটি। নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে সড়কের ডিভাইডারে উঠে যায়। মহাসড়কে অতিরিক্ত গতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসের কিছু যাত্রী আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।