সিলেটে পিকআপের ধাক্কায় ৩ বন্ধুর প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:১৫ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় দুই মোটসাইকেলের আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯), মোকামবাড়ি গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে সৈয়দ শিহাব আহমদ (২২) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে সৈয়দ পাবেল আহমদ (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নলজুরীগামী একটি পিকআপ বেপরোয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুটি বাইককে সজোরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে ফেলে। এতে দুটি বাইকে থাকা ছয় তরুণ আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল রেজা ও সৈয়দ পাবেল মারা যান।
এ ঘটনায় বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। দুর্ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।