র‍্যাবের অভিযানে সরকারি গাড়িতে মিলল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৩০ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

ঝিনাইদহে র‍্যাব অভিযানে চালিয়ে একটি সরকারি গাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গাড়ির চালকসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মার্চ) ভোরে জেলার মধুপুর এলাকায় ঢাকামুখী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে ফেনসিডিল বহন করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

পরে মধুপুর বাজার এলাকায় ঢাকা মেট্রো ঘ ১৫-৭৭২৪ নম্বরের কালো রঙের পাজেরো গাড়িটি থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে গাড়িটি সড়ক ও জনপদ বিভাগের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা সরকারি কাজে ব্যবহার করেন।