Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছের ট্রাক উল্টে নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছের ট্রাক উল্টে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) ভোরে মহাসড়কের উপজেলার বেলাসর এলাকার আরএনআর পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইলেটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরার মনির হোসেন (২৮), হাবিবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)।

ওসি মনজুরুল আলম মুন্না জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী একটি ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের উপরে থাকা চার শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠান।