Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
পর্নগ্রাফি মামলায় আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

পর্নগ্রাফি মামলায় আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুষার উপজেলার জামাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান আসাদ জানান, গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ভুক্তভোগী এক গৃহবধূ শুক্রবার রাতে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি মামলায় তুষার খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।