Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
চলে গেল সোনিয়াও, শেষ হয়ে গেল ৬ সদস্যের পুরো পরিবার

চলে গেল সোনিয়াও, শেষ হয়ে গেল ৬ সদস্যের পুরো পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। মা-বাবা ও তিন ভাই-বোনের পর সেও মারা গেল।

বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়ার মামা আব্দুল আজিজ।

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলে সোনিয়ার বাবা ফয়জুর রহমান আবরা (বাকপ্রতিবন্ধী) (৫০), মা শিরি বেগম (৪৫), বোন ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ভাই সায়েম উদ্দিন (৭) মারা যায়।

সোনিয়ার মামা আব্দুল আজিজ জানান, গুরুতর আহতাবস্থায় সোনিয়া বেগমকে (১০) উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়।