Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ভালোবাসি তোমায় সিনেমার শুটিং শেষ

"ভালোবাসি তোমায়" সিনেমার শুটিং শেষ

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার

মজুমদার ফিল্মসের সত্বাধীকারি ফারুক মজুমদার প্রযোজিত "ভালোবাসি তোমায়" সিনেমার গানের শুটিং শেষ হয়েছে। সামছুল হুদা'র নির্দেশনায় রোহান -বেলাল এর কোরিওগ্রাফিতে গানের দৃশ্যে অভিনয় করেছেন চিত্র নায়িকা শিরিন শিলা ও চিত্র নায়ক কায়েস আরজু। চিত্রগ্রহন করেছেন আরিয়ান। 

ফারুক মজুমদার ঢাকা এজকে বলেন, ‘এর আগেই আমরা সিনেমার দৃশ্যে ধারনের কাজ শেষ করেছি। আজ শেষ হচ্ছে গানের শুটিং। এর মধ্যে দিয়ে পুরো ছবির শুটিংয়ের কাজ শেষ হলো। আশা করি সুন্দর একটি সময় দেখে ছবিটি মুক্তি দেব। বর্তমানে ছবির এটিংয়ের কাজ চলছে। 

ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। আর ছবিটি পরিচালনা করছেন আনোয়ার সিকদার।

শিরিন শিলা-কায়েস আরজু ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন ,ইরা শিকদার,বড়দা মিঠু,রেবেকা,নাদের চৌধুরী,সাহেলা,শফিক খান দিলু,অঞ্জলি রায়, ফাইয়াজ ববি,জ্যাকি আলমগীর, সরল হাসমত,বরিশাল্লা বাদল,সাইফুল, সাথী ইসলাম ও ড্যানি সিডাক। সংগীত পরিচালনা করছেন আনোয়ার শিকদার টিটন ও এস কে সাগর শান। মিডিয়া পার্টনার এটিএন বাংলা।