Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
গরমে জমিতে ধান কাটার সময় শ্রমিকের মৃত্যু

গরমে জমিতে ধান কাটার সময় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২৮ এপ্রিল ২০২৪ রোববার

নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে জমিতে ধান কাটার সময় ‘হিট স্ট্রোকে’ রেজাউল ইসলাম (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে এ ঘটনা ঘটে।

রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিক এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাঁধছিলেন। এ সময় প্রচণ্ড গরমে রেজাউল ‘হিট স্ট্রোক’ করে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।