Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
নিয়ন্ত্রণহীন টেম্পুর চাপায় কলেজছাত্রী নিহত

নিয়ন্ত্রণহীন টেম্পুর চাপায় কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার

চট্টগ্রামের কর্ণফুলীর কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে সিএনজিচালিত টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় ফেরিতে ওঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে টেম্পুটি চাপা দেয়। পরে ঘটনাস্থলেই ফাতেমা মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, শিক্ষার্থী ফাতেমাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ঘটনায় জড়িত টেম্পুটি জব্দ করা হয়েছে। টেম্পু চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।