Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার

অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। সোমবার (৬ মে) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এরও আগে গত ৩০ জানুয়ারি এই তিন বাংলাদেশির ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটি অভিবাসন বিভাগ। বিজ্ঞপ্তিতে তিন বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশিযার সাধারণ জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ। তিন বাংলাদেশি হলেন- শরিফুল ইসলাম, শরিফ ও মোহাম্মদ মামুনুর রশিদ।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) নূর হাসলিন্দা বিনতি মো. প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারে ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর অনুরোধ।