বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মিলল ৭০ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১১ মে ২০২৪ শনিবার

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে ৮১৬ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণের বাজারমূল্য ৭০ লাখ টাকা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোনার বারগুলো ওয়াশরুমের ভেতরে থাকা ময়লার ঝুড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটে লুকায়িত ছিল।

ধারণা করা হচ্ছে, সোনার বারগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০-এ করে বিমানবন্দরে কোনো যাত্রী এনে থাকতে পারে। প্রতিটি বারের ওজন ১০ ভরি দুই গ্রাম। প্রতিটির মূল্য প্রায় ১০ লাখ টাকা করে।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে সাতটি সোনার বার উদ্ধার করেছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব সোনার ওজন ৮১৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।