Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
আদালতে দেওয়া অভিযোগ প্রত্যাহার করলেন সেই নারী

আদালতে দেওয়া অভিযোগ প্রত্যাহার করলেন সেই নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:০৯ এএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে না পেয়ে আসামির স্ত্রীর কপালে ডিবি পুলিশের পিস্তল ঠেকানোর ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনার তিন দিন পর গতকাল সোমবার (১৩ মে) দুপুরে ভুক্তভোগী বন্যা বেগম ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ বেগম আফরিন আহমেদ হ্যাপী বরাবর অভিযোগটি জমা দেন।

পরে বিকেলেই তিনি সেটি প্রত্যাহার করে নেন। বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সোমবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে অভিযোগের কপি আদালতে জমা দেওয়া হয়। তবে বিকেল ৪টা পর্যন্তও এ বিষয়ে কোনো আদেশ দেননি কিংবা শুনানির বিষয়েও কিছু বলেননি বিচারক। অভিযোগটিতে কিছু ত্রুটি আছে মর্মে বিকেলে আদালত থেকে সেটি তুলে নেন বাদী বন্যা বেগম।  

আইনজীবী  শওকত আলী জানান, মামলায় পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ তার আট সহকর্মীকে আসামি করা হয়। তবে সহকর্মীদের নাম উল্লেখ করা হয়নি। মামলায় বন্যা বেগমের স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীপক্ষের কয়েকজনকেও আসামি করা হয়েছে। মূল আসামি হলেন এনামুল হক, যিনি পুলিশকে সঙ্গে নিয়ে এসে এ ঘটনা ঘটান।

অভিযোগে উল্লেখ করা হয়,  সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নুরুল ইসলাম নূরুর বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা মমালার বাদী এনামুল হক, তার আত্মীয় সামছুল ইসলাম ও তাজুল ইসলাম এবং ভাই মো. সাগর সঙ্গে পুলিশকে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়িতে ধস্তাধস্তির একপর্যায়ে আসামি নুরুলের স্ত্রী বন্যা বেগম (৩৩) ও তার ৯ বছর বয়সী মেয়েকে মারধর করা হয়। একপর্যায়ে পুলিশ আসামির স্ত্রী বন্যা বেগমের কপালে পিস্তল ঠেকান বলে অভিযোগ করা হয়।