Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
রামুতে কোটি টাকার আইসসহ যুবক আটক

রামুতে কোটি টাকার আইসসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৭ মে ২০২৪ শুক্রবার

কক্সবাজারের রামু থেকে ১ কেজি ৯৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) সহ নূর মোহাম্মদ (৩৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ মে) রাতে রামু মরিচ্যা চেকপোস্টে অটোরিকশায় তল্লাশি করে তাকে আটক করা হয়। 

আটক নূর মোহাম্মদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। তল্লাশির একপর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তল্লাশি চালান।এ সময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। যেখানে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ছিল। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।