Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
এক ঝাঁক তারকা নিয়ে সেলিম রেজার ওয়েব সিরিজ ব্যাড গার্লস

এক ঝাঁক তারকা নিয়ে সেলিম রেজার ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৬ মে ২০২৪ রোববার

সিনেমার এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস'। শুটিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজে কাজ করছেন দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

‘ব্যাড গার্লস’- এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ। এই ওয়েব সিরিজ প্রযোজনা করছেন ইমরান সরকার। তার সঙ্গে আলাপকালে জানা গেছে, সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউব এর জন্য বানানো হচ্ছে 'ব্যাড গার্লস'।

এ প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা আমাদেরকে বলেন, বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরূপ আইচ দাদা খুব সুন্দরভাবে ‘ব্যাড গার্লসের’ গল্প ও সংলাপ লিখেছেন। মেয়েরা কেন খারাপ পথে যায়। কেন একটা মেয়ে খারাপ পথে যেতে বাধ্য হয়। কে বা কারা তাকে বাধ্য করে। প্রায় সব সেক্টরে কাজ করতে গেলে মেয়েদেরকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

তিনি আরও বলেন, কেউ জীবন বাঁচাতে কিংবা কেউ জীবন সাজাতে প্রবেশ করে ফেলে আলো অন্ধকারের নানা গলিতে। আশাকরি গল্পটা সবার ভালো লাগবে। গল্পের সাথে মিল রেখে, চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে। আমার বিশ্বাস, ব্যাড গার্লস নিয়ে দর্শক আলোচনা সমালোচনায় মুখরিত থাকবে।

‘ব্যাড গার্লস’-এ অভিনয় করছেন দুই খলনায়ক শিবা সানু ও ডন, শিরিন শিলা, নিঝুম রুবিনা, তানিন সুবাহ, আমান রেজা, সাইফ খান, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম, ঋতু দত্ত, ইলা আহমেদ, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার হৃদি, ইরানি, মারিয়া, নিন্দিয়া, আসিফ বাবু, তুহিন খান প্রমুখ।