Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
খাইবার পাখতুনখোওয়ায় দুই দিনে ৩ পুলিশ কর্মকর্তা খুন

খাইবার পাখতুনখোওয়ায় দুই দিনে ৩ পুলিশ কর্মকর্তা খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে গত দুই দিনে পৃথক হামলায় অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নতুন উলম্ফনের মধ্যে এমন ঘটনা ঘটেছে বলে আরব নিউজ জানিয়েছে।

ওই অঞ্চলের পুলিশের মুখপাত্র শহিদ মারওয়াত জানান, সবশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে লাকি মারওয়াত জেলায় কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) এক কর্মকর্তাকে গুলি করে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত বন্দুকধারীরা।

আরব নিউজকে তিনি বলেন, গুলির ঘটনায় ঘটনাস্থলেই ওই কর্মকর্তা মারা যান। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অপরদিকে নাওরাং থানা এলাকায় সিটিডির আরেক কর্মকর্তা ওয়াহিদ খানকে হত্যা করে সন্ত্রাসীরা। আর লেভিস আধাসামরিক বাহিনীর কর্মকর্তা শরীফ উল্লাহকে লাক্কি মারওয়াতের তাজাজাই শহরে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের মুখপাত্র মারওয়াত বলেন, ঘটনাগুলো ব্যক্তিগত শত্রুতা থেকে নাকি জঙ্গিদের কাজ, তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা জাফর খান আরব নিউজকে বলেন, চলতি সপ্তাহে বন্দুকধারীরা বাজাউর জেলার ইনায়েত কাল্লে বাজারে এক পুলিশ কনস্টেবলকেও হত্যা করে। এ নিয়ে খাইবার পাখতুনখাওয়া চলতি বছর ৫৯ পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটল।