Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
লিটনের বিজ্ঞাপনে ফজলুর রহমান বাবু, মোমেনা ও আইরিন

লিটনের বিজ্ঞাপনে ফজলুর রহমান বাবু, মোমেনা ও আইরিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৬ জুন ২০২৪ রোববার

এ সময়ের নির্মাতা ও অভিনেতা আমিনুর ইসলাম লিটন। মাঝে মধ্যে অভিনয় করলেও নির্মাণ নিয়েই তার বর্তমান ব্যস্ততা। সম্প্রতি এই নির্মাতা একটি সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ করেছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেত্রী মোমেনা চৌধুরী ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। সম্প্রতি দোহারের পদ্মা নদীর মনোরম পরিবেশে এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে।

আরশি নগর মিডিয়ার ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটি খুব শিগগিরই সব টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে বলে নির্মাতা লিটন জানিয়েছেন। এর আগেও নির্মাতা লিটন বড় পুকুরিয়া কয়লা খনির বিজ্ঞাপন নির্মাণ করেছেন। করছেন নাটক নির্মাণও।

প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন লিটন। বীরপ্রতীক তারামন বিবির জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন তানহা তাসনিয়া। অচিরেই সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন আমিনুর ইসলাম লিটন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন।