দিনের শুরুতে দ্রুতই ভারতের শেষ চার উইকেট তুলে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারলো না টাইগাররা। আরও একবার ব্যর্থ টপ অর্ডার। স্কোরবোর্ডে ২২ রান তুলতেই প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়েছে তারা। সবমিলিয়ে অস্বস্তি নিয়েই লাঞ্চ ব্রেকে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। ১৫ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের সংগ্রহ ৪ রান। প্রথম ইনিংসে এখনও ৩৫০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
আরও পড়ুন: